• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সেনাবাহিনীর জালে ভুয়া সিআইডি 


লক্ষ্মীপুর প্রতিনিধি অক্টোবর ৮, ২০২৪, ০৮:৫২ পিএম
সেনাবাহিনীর জালে ভুয়া সিআইডি 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. সোহেল নামে এক ভুয়া সিআইডিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

রাত সাড়ে ৮টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটককারিকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছেন। আটককারি চাকরিচ্যুত ব্যক্তি। তার চাকরি চলে যাবার পর থেকে মাথায় সমস্যা হয়ে গেছে। ভুক্তভোগী তাকে মাপ করে দিয়েছেন। এ বিষয়ে থানায় কথাবার্তা চলছে। 

আটককারি সোহেল পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ব্যবসায়ী শাখায়েত লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের স্বত্বাধিকারী। 

জানা গেছে, সোহেল মদ খেয়ে উত্তর তেমুহনী এলাকায় শাখায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে। এটি দেখে বণিক সমিতির এক সদস্য সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়। 

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ থেকে বরখাস্ত সোহেল নামে একজন পুলিশের ভুয়া আইডি কার্ডধারীকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সময় একটি চাইনিজ চাকুসহ আটক করা হয়। জব্দ হওয়া সরঞ্জামসহ তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

আইএ

Wordbridge School
Link copied!