• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চুয়াডাঙ্গায় দিনে দুপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির চেষ্টা, বোমা উদ্ধার


চুয়াডাঙ্গা প্রতিনিধি অক্টোবর ৯, ২০২৪, ০৭:২৫ পিএম
চুয়াডাঙ্গায় দিনে দুপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির চেষ্টা, বোমা উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বুরো বাংলাদেশ (এনজিও) অফিসে ঢুকে এক কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় অবস্থা বেগতিক দেখে একটি বোমা সাদৃশ্য বস্তু রেখে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা। বর্তমানে অফিসের চারপাশে পুলিশ, র‍্যাব ও যৌথবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। 

বুধবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পৌরসভাধীন বাসস্ট্যান্ড এলাকায় বুরো বাংলাদেশ এনজিও এর অফিসে এ ঘটনা ঘটে।

বুরো বাংলাদেশ এনজিওর দর্শনা শাখার একাউন্টস অফিসার ফেরদৌস বলেন, আমি অফিসে কাজ করছিলাম। এ সময় হেলমেট পরিহিত এক যুবক অফিস কক্ষে এসে আমার পায়ের নিকট ইলেকট্রনিক্স বা টাইম বোমা সাদৃশ্য একটি বস্তু রাখেন এবং কপালে পিস্তল ঠেকিয়ে বলে অফিসে যা কিছু আছে সব কিছু তাকে দিয়ে দিতে। বাইরে আমাদের আরও সদস্য আছে, যদি চিৎকার করেন তাহলে গুলি করে দিব। পরে আমি দৌড়ে বাইরে জানালার কাছে এসে চিৎকার চেঁচামেচি করলে সে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। এর ৩-৪ মিনিট পর স্থানীয়রা আমার চিৎকার শুনে ঘটনাস্থলে এসে বাইরে থেকে দরজা খুলে উদ্ধার করেন।

এদিকে, এ ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সরকারি পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা, সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর ও র‍্যারের একটি দল। এনজিও অফিসটি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। খবর দেয়া হয়েছে বোমা ডিসপোজাল টিমকে।

এই বিষয়ে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমির বলেন, এনজিও কর্মীর ভাষ্য অনুযায়ী তিনি তার অফিসে কাজ করছিলেন। এ সময় তার মাথায় এক দুর্বৃত্ত পিস্তল ঠেকিয়ে যা কিছু আছে দিতে দিতে বলেন। তিনি কৌশলে তাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় তার নিকট একটি বোমা সাদৃশ্য বস্ত রেখে পালিয়ে যায়। অফিসটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। 

এসএস

Wordbridge School
Link copied!