• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা


পাবনা প্রতিনিধি নভেম্বর ৫, ২০২৪, ০৭:৩১ পিএম
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

পাবনা: পাবনা ও কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে যৌথ অভিযানে দুই লাখ টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পাবনা ও কুষ্টিয়ার উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর তালবাড়িয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার সময় দুই বালগেট মালিককে এক লাখ টাকা করে, দুই মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

দন্ডিতরা হলেন, মিরপুর তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান (৩২) এবং একই এলাকার শরিফুল ইসলাম (৬০)।

পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে পদ্মা নদীর চর-ভবানিপুর, সাঁড়াঘাট, পাকশী ও মিরপুর বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অবৈধ বালু মহলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে কথাও জানান উপজেলা প্রশাসন।

এসএস

Wordbridge School
Link copied!