• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া ২০ জন জেলেকে ফেরত আনলো বিজিবি


কক্সবাজার প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৪, ০৮:৩৯ পিএম
নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া ২০ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফনদীর মোহনা থেকে মাছ শিকারের সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ১৫টি নৌকা ও ২০ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার তিনদিন পর ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ২০ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে আরকান আর্মি।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বিকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা হতে ২০ জন বাংলাদেশি জেলে ১৫টি হস্তচালিত এবং ২টি ইঞ্জিন চালিত নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাওয়ার পথে ভুলবশত জিরো লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া নামক স্থানে ঢুকে পড়ে। এসময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সাথে যোগাযোগের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে ২০ বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোছন (৪৫), মৃত নাজির হোছনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত মোঃ ইউসুফের ছেলে নুর হোছন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মোঃ বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সোলতান আহমদের ছেলে মোঃ হাশিম (৩৫), মোঃ আলমের ছেলে মোঃ হোছেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মোঃ ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মোঃ ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মোঃ ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদু শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, ফেরত নিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের যাচাই বাছাই করে তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসএস

Wordbridge School
Link copied!