• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

রাগ করে বাড়ি ছেড়েছেন স্ত্রী, অভিমানে যুবকের আত্মহত্যা


পিরোজপুর প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৪, ০৬:৩৮ পিএম
রাগ করে বাড়ি ছেড়েছেন স্ত্রী, অভিমানে যুবকের আত্মহত্যা

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে রাগ করে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন মো: ইউনুস শেখ (২৬) নামের এক যুবক। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস চন্ডিপুর গ্রামের মৃত্যু মোদাচ্ছের শেখের ছেলে।

চন্ডিপুর ইউপি সদস্য মো: ছগির মাতুব্বর জানান, ঢাকার একটি কারখানায় চাকরি করত ইউনুস। ওই কারখানায় নরসিংদী জেলার একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় তার। পরে ওই মেয়েকে এক বছর আগে বিয়ে করেন ইউনুস। গত ৫ আগষ্টের পরে ইউনুস তার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে আসে। ১৩ দিন আগে ইউনুসের মা আজীমন বেগম ও তার স্ত্রী মধ্যে ঝগড়া হয়। মা আজীমনের সঙ্গে রাগ করে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। স্ত্রী না আসায় অভিমান করে বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ইউনুস।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের জানান, স্ত্রী রাগ করে চলে যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে ইউনুস। তবে লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

Wordbridge School
Link copied!