• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

মঠবাড়িয়ায় মুদি দোকানে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি


পিরোজপুর প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৪, ০৮:৩১ পিএম
মঠবাড়িয়ায় মুদি দোকানে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় মেসার্স আকন ভ্যারাইটিস স্টোর একটি মুদি দোকান আগুনে পুড়ে ভ‌স্মিভুত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বহেরাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মুদি দোকানের মালিক শাহিন আকনের ছেলে হঠাৎ করে দোকানে আগুন দেখতে পায়। দ্রুত এ আগুন ছড়িয়ে পড়লে অন্য স্থানীয় দোকানদার মিলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঠবা‌ড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন জানান, চায়ের গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এ‌তে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষ‌তি হয়েছে।


এসএস

Wordbridge School
Link copied!