• ঢাকা
  • রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩০

কালিহাতীতে এক ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা


টাঙ্গাইল প্রতিনিধি ডিসেম্বর ৮, ২০২৪, ০৭:৩৭ পিএম
কালিহাতীতে এক ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইল: অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে টাঙ্গাইলের কালিহাতীতে ১টি ইটভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন রোববার দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া ফাইভস্টার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানার টাকা আদায় করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, রোববার কালিহাতী উপজেলার সিংনা কুটুরিয়া নামক এলাকায় অবস্থিত ফাইভ স্টার ব্রিকস নামের এক ইট ভাটাকে জ্বালানি হিসেবে গাছ/লাকড়ি ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এআর

Wordbridge School
Link copied!