• ঢাকা
  • শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩০

হালুয়াঘাটে নাতির একাধিক ছুরিকাঘাতে নানার মৃত্যু 


ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ২০, ২০২৫, ০৪:৩৪ পিএম
হালুয়াঘাটে নাতির একাধিক ছুরিকাঘাতে নানার মৃত্যু 

ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে নাতির একাধিক ছুরিকাঘাতে নানার মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে নাতি রায়হান তার নানা ইসরাফিল কে ছুরিকাঘাত করে হত্যা করে। 

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানায়, মতিন ও খুন হওয়া ইসরাফিল তার সহোদর ভাই।

অভিযুক্ত খুনী রায়হান খুন হওয়া ইসরাফিলের বড় ভাই মতিনের মেয়ের ঘরের নাতি। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী কুমারগাতী গ্রামে থাকলেও সে শৈশব থেকে লক্ষীকুড়া গ্রামে নানার বাড়িতে অবস্থান করে আসছে। তার ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। 

ঘটনার দিন সকালে জমি চাষাবাদ করতে গেলে প্রথমে বড় ভাই মতিনের সাথে গোলাম মোস্তফার কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করলে অন্য ভাই ইসরাফিল তাকে রক্ষা করতে এগিয়ে আসে।

এসময় নাতি রায়হানের হাতে থাকা ছুরি দিয়ে পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে বুকের উপর চেপে একাধি আঘাত করলে ঘটনাস্থলেই ইসরাফিলের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এদিকে হালুয়াঘাট থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবুল খায়ের জানায়, লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এসআই

Wordbridge School
Link copied!