• ঢাকা
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০

বরিশালে পুকুরে থেকে লাশের টুকরো উদ্ধার 


বরিশাল প্রতিনিধি: জানুয়ারি ২৬, ২০২৫, ০৯:২৯ পিএম
বরিশালে পুকুরে থেকে লাশের টুকরো উদ্ধার 

বরিশাল: বরিশাল নগরীর কাশিপুর এলাকায় হাতেম মীরার দিঘি ও পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির শরীরের পাঁচটি টুকরো উদ্ধার করেছে পুলিশ। 

রোববার ( ২৬ জানুয়ারী) সকাল নয়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এয়ারপোর্ট থানা পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় এই টুকরোগুলো উদ্ধার করে।

প্রথমে স্থানীয় এক অষ্টম শ্রেণির ছাত্র মাছ ধরার সময় দিঘির পানিতে একটি কাটা পা দেখতে পায়। সে ভয়ে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়। তারা দ্রুত ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেয়। ডুবুরি দল আরও তল্লাশি চালিয়ে দিঘি ও পাশের পুকুর থেকে আরও চারটি শরীরের অংশ উদ্ধার করে।

বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন শিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূর থেকে হত্যা করে মৃতদেহের এই খণ্ডিত অংশগুলো নির্জন পুকুরে ফেলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং এটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে মর্গে পাঠিয়েছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিট রহস্য উদঘাটনে কাজ করছে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর হাতেম মীরার দিঘির আশপাশ এলাকাটি বেশ নির্জন হয়ে পড়ে। এমন ঘটনায় পুরো কাশিপুর জুড়ে ভীতি ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। কেউ কেউ দুঃস্বপ্নের কথা শেয়ার করেছেন, আবার কেউ নিখোঁজ আত্মীয়স্বজনের ব্যাপারে নিশ্চিত হতে যোগাযোগ করছেন।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এলাকায় কোনো নিখোঁজ সংক্রান্ত খবর পাওয়া যায়নি। তারা দিঘির আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

ফায়ার সার্ভিসের কাশিপুর স্টেশন অফিসার এনামুল হক সুমন বলেন, আমরা স্থানীয়দের সহায়তায় পুরো দিঘি ও পুকুরে চিরুনি অভিযান চালিয়েছি। রাত অবধি তল্লাশি চালানো হবে।

পুকুর থেকে লাশের টুকরো উদ্ধারের এমন মর্মান্তিক ঘটনায় বরিশালের শান্ত জনপদে ভয় ও রহস্য দানা বেঁধেছে। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে কী কারণ, কে বা কারা জড়িত, সবকিছুর উত্তর খুঁজছে পুলিশ। কিন্তু এলাকাবাসীর একটাই প্রশ্ন, বরিশালের নির্জন পুকুরে লাশের টুকরোগুলো ফেলে দিয়ে কি সত্যিই অপরাধীরা পলাতক থাকতে পারবে। 

আইএ

Wordbridge School
Link copied!