• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

ইন্দুরকানীর পরিবর্তে জিয়ানগর নাম পুনর্বহালে গণ স্বাক্ষর 


পিরোজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৮:১৭ পিএম
ইন্দুরকানীর পরিবর্তে জিয়ানগর নাম পুনর্বহালে গণ স্বাক্ষর 

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম জিয়ানগর পুনর্বহালের জন্য জনসমীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেমাবার (০৩ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক ও পিরোজপুরের অতিরিক্তি জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান সরেজমিনে উপস্থিত থেকে এই জনসমীক্ষা গ্রহন করেন। 

উপজেলার ৪টি স্থান বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ, উপজেলা পরিষদ সভাকক্ষ, উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে এবং টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার মাঠে কয়েক হাজার মানুষ অংশ নিয়ে এই জনসমীক্ষায় জিয়ানগর নামকরনের পক্ষে স্বাক্ষর প্রদান করেন। 

এতে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মাদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন ও সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, গণমাধ্যমকর্মী, স্থানীয় গন্যমান্য, ব্যবসায়ী, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সকলেই উপজেলা ও থানার নাম ইন্দুরকানীর পরিবর্তে জিয়ানগর পুনর্ববহালের পক্ষে গণস্বাক্ষর করেন।

জনসমীক্ষা অনুষ্ঠানে এসব বক্তারা বলেন, সাবেক প্রেসিডেন্ট থাকাকালে ১৯৭৯ ও ৮০ সালে ভ্রমণে এসে এই উপজেলার গাবগাছিয়া এলাকায় দুই বার একটি খাল খনন এবং চন্ডিপুরে জনসভা করেছিলেন। অপরদিকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জিয়ানগর নামের প্রস্তাব করেছেন তাই জিয়ানগর নামের সাথে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং জিয়াউর রহমানের সম্মান জড়িত রয়েছে।

উল্লেখ্য; বিগত চার দলীয় জোট ২ হাজার ১ সালের নির্বাচনের সময় খালেদা জিয়া নির্বাচনী জনসভায় পিরোজপুরে আসলে জোট প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া ইউনিয়ন নিয়ে জিয়ানগর নামে একটি নতুন উপজেলা করার দাবী করেন। এই দাবির প্রেক্ষিতে খালেদা জিয়া নির্বাচিত হলে ৬ মাসের মধ্যে নতুন উপজেলা করার প্রতিশ্রুতি দেন। 

৪ দলীয় জোট সরকার গঠন করার পর ২০০২ সালের ২৭ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রশাসনিক পুনর্গঠন ও সংস্কার জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ৮৭তম সভায় পিরোজপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে জিয়ানগর নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব আনেন। 

অতঃপর ১৭ এপ্রিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জিয়ানগর উপজেলার গেজেট প্রকাশিত হয় এবং একই বছরের ২১ এপ্রিল খালেদা জিয়া এখানে সফরে এসে জিয়ানগর উপজেলা আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জনগনের মতামত উপেক্ষা করে রাজনৈতিক প্রতিহিংসাবশত ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারী জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে “ইন্দুরকানী” নামে গেজেট প্রকাশ করে।

৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার নাম জিয়ানগর পুনর্বহালের দাবি উঠতে থাকলে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়কের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী গত বছরের ৫ সেপ্টেম্বর উপজেলার নাম পরিবর্তনের জন্য স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্ঠার কাছে স্থানীয় জনগনের স্বাক্ষরযুক্ত একটি আবেদনও পেশ করেন। 

এআর

Wordbridge School
Link copied!