• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি জুলাই ২৩, ২০২৫, ০৬:৪৭ পিএম
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে তাকে বুধবার গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ।

অভিযুক্ত সাজ্জাদ হোসেন জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।

এই ব্যাপারে ভুক্তভোগী মেয়ের পিতা সুমন মিয়া মঙ্গলবার (২২ জুলাই) জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাক গ্রেপ্তার করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জীবননগর পৌর এলাকার মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা সুমন মিয়ার মেয়ে চলতি বছরে এসএসসি পরিক্ষার্থী ছিলেন। স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত যুবক সাজ্জাদ হোসেন প্রায়ই তার মেয়েকে নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৫ জুলাই বিকালে জীবননগর বাজার থেকে তার মেয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাজ্জাদ তাকে ফুসলিয়ে ও বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামা আব্দুল হালিমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে সাজ্জাদ জোরপূর্বক ধর্ষণ করে। পরে জীবননগর নারায়ণপুর গ্রামে জনৈক শরিফুলের বাড়িতে নিয়ে আসে। সেখানেও মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে সাজ্জাদ। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ভুক্তভোগী মেয়ের পিতা মঙ্গলবার থানায় এসে ধর্ষক সাজ্জাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।

পিএস

Wordbridge School
Link copied!