• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‍‍`কুকুর‍‍` ধরলো রাজমিস্ত্রীর ইয়াবা


চট্টগ্রাম প্রতিনিধি অক্টোবর ৫, ২০২৫, ০৬:৪৮ পিএম
‍‍`কুকুর‍‍` ধরলো রাজমিস্ত্রীর ইয়াবা

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম : রাজমিস্ত্রির ছদ্মবেশে টেকনাফে ইয়াবা ব্যবসা চালাতেন এক রোহিঙ্গা দম্পতি। শেষ পর্যন্ত বিজিবির ‘ডগ স্কোয়াডের’ ঘ্রাণেই ফাঁস হলো তাদের গোপন আস্তানা।

শনিবার (৫ অক্টোবর) ভোররাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযানে ওই দম্পতিকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ভাড়া বাসা থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান চালানো হয়। তল্লাশিতে বিশেষ প্রশিক্ষিত কুকুরের (ডগ স্কোয়াড) সহায়তায় রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে থাকা রোহিঙ্গা আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবিয়ার (৩৫) ভাড়া বাসার ভেতর লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার হয়।

বিজিবি জানায়, আইয়ুব জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের এ-১ ব্লকের সদস্য। তবে তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করছিলেন। দিনে রাজমিস্ত্রির কাজ করলেও রাতে ইয়াবা ব্যবসা চালাতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব জানান, তিনি মাদক কারবারি ইসমাইলের সহযোগী হিসেবে কাজ করতেন এবং মিয়ানমার থেকে আসা ইয়াবা চালান স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা রোহিঙ্গাদের অনেকে অপরাধে জড়াচ্ছে। আমরা এসব অপরাধে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ইসমাইলের খোঁজে অভিযান চলছে।

পিএস

Wordbridge School
Link copied!