• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জীবননগরে পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনে ১০ জন গ্রেপ্তার


চুয়াডাঙ্গা প্রতিনিধি অক্টোবর ৫, ২০২৫, ০৮:৩৪ পিএম
জীবননগরে পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনে ১০ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৫ বোতল ফেনসিডিলসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) ও রবিবার (৫ অক্টোবর) জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন- উপজেলার বাঁকা গ্রামের মৃত আনোয়ার সর্দারের মেয়ে জরিনা খাতুন (৫৪) ও নুরুন নাহার খাতুন (৪১), আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাকা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে ছাব্বির হোসেন (২১), একই গ্রামের মৃত নুর মিয়ার ছেলে সবুজ ইসলাম (২৮), মৃত ফয়উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২২), বাঁকা গ্রামের মৃত আনোয়ার আলী সর্দারের ছেলে জামাল হোসেন (৫৫), জাহাঙ্গীর হোসেন (৪২), বাবুল সর্দার (৫২) ও ফুলু খাতুন (৪৩)।

এ ছাড়া গোয়ালপাড়া গ্রামের মৃত যোগেন্দ্র নাথের ছেলে রাজু মণ্ডল (৬০) কে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার ও মাদক নিয়ন্ত্রণে অভিযান নিয়মিত চলবে। আটক ব্যক্তিদের রবিবার আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!