• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মৃত্যুর পর দলীয় পদ ফিরে পেলেন বিএনপি নেতা


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ২৮, ২০২৫, ০৪:৪৫ পিএম
মৃত্যুর পর দলীয় পদ ফিরে পেলেন বিএনপি নেতা

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার নলবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকনের মৃত্যুর চার দিন পর তার দলীয় পদ ফিরে দেয়া হয়েছে।

ঘটনার চার দিন পর মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের হাতে পৌঁছানো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু চিঠিটি কেন্দ্র থেকে আজ ২৮ অক্টোবর জারি করা হলেও সু কৌশলে তারিখ উল্লেখ করা হয় মৃত্যুর এক দিন আগের ২৪ অক্টোবর। 

চিঠিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সকল পদে পুনর্বহাল করা হলো। চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

স্থানীয় দলীয় নেতারা বিষয়টিকে বেদনাদায়ক হাস্যকর বলে অভিহিত করেছেন। তাঁদের ভাষায়, যে নেতা দলের জন্য জীবনভর পরিশ্রম করেছেন, তাঁর মৃত্যুর পরও তাকে নিয়ে দল তামাশা করলো। মৃত্যুর পর বেগ ডেটে পদ ফেরানোর চিঠি এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। জীবিত থাকতে তাকে মূল্যায়ন করা হয়নি, এটা সত্যি দুঃখজনক।

পিএস

Wordbridge School
Link copied!