• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিথ্যা মামলা থেকে ৪৭ জনের অব্যাহতি


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ২৯, ২০২৫, ০৭:৪১ পিএম
মিথ্যা মামলা থেকে ৪৭ জনের অব্যাহতি

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: দীর্ঘ ১০ বছর পর ঝালকাঠিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ ৪৭ জন।

বুধবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম মামলার সকল আসামিকে অব্যাহতির আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগে রাজাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জনকে আসামি করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আদালত বুধবার মামলার সকল আসামিকে অব্যাহতির আদেশ দেন। 

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন-সংগ্রামের কারণে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এই মামলাও তেমনই একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। দীর্ঘ ১০ বছর পর ন্যায়বিচার পেয়ে আমরা স্বস্তি পেয়েছি।”

তিনি আরও জানান, মামলার বেশ কয়েকজন আসামি দীর্ঘ সময় কারাভোগ করেছেন এবং এ রায়ের মাধ্যমে তাদের জীবনের একটি বড় বোঝা শেষ হলো।

পিএস

Wordbridge School
Link copied!