• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্কুল মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


ঝালকাঠি প্রতিনিধি  অক্টোবর ৩০, ২০২৫, ০৩:৩১ পিএম
স্কুল মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও  ৫২ নম্বর শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থী শিক্ষক ও এলাকাবাসী। 

বক্তারা জানান, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ৫২ নং শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার শতাধিত শিক্ষার্থী লেখাপড়া করে। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি মাত্র খেলার মাঠ রয়েছে। আর এই মাঠের মধ্যদিয়েই একটি রাস্তা বয়ে গেছে। দুইটি বিদ্যালয়ের এই মাঠের মধ্যে রাস্তা থাকায় প্রাই দুর্ঘটনার ঘটনা ঘটে। আর এ কারণে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং শিক্ষকরা রাস্তাটি অপসারণের দাবি জানান।

মানববন্ধনকারীদের দাবি, স্কুল ভবনের পিছন দিয়ে রাস্তা নির্মাণ করলে, তাতে প্রতিষ্ঠান দুটির  শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। তাই তারা স্কুল ভবনের পিছন দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সুমাইয়া আক্তার, ফারজানা মিম, আল রাফি, মাশরাফি মর্তুজা, শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউর রহমান ও উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কালু মিয়াসহ আরো অনেকে।

পিএস

Wordbridge School
Link copied!