• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাউজানে পুকুরে লুকানো অস্ত্র উদ্ধার


চট্টগ্রাম প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৫, ০৩:২১ পিএম
রাউজানে পুকুরে লুকানো অস্ত্র উদ্ধার

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় বড় পরিসরে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে নোয়াপাড়ার চৌধুরীহাট এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে থাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযান এখনো চলছে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশে থাকা একটি পুকুরে সেচ দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, সেখানে আরও অস্ত্র লুকানো থাকতে পারে।

সম্প্রতি রাউজান উপজেলায় রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারের ঘটনায় গোলাগুলি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয় সন্ত্রাসীরা রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থেকে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব সংঘর্ষে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক বিদেশি অস্ত্র।

এসএইচ 

Wordbridge School
Link copied!