• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পায়রা নদীতে ধরা ১৮ কেজির কোরাল, বিক্রি ২১ হাজারে


বরগুনা প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৫, ০৬:২৪ পিএম
পায়রা নদীতে ধরা ১৮ কেজির কোরাল, বিক্রি ২১ হাজারে

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনার পায়রা নদীতে ধরা পড়ল ১৮ কেজি ওজনের কোরাল মাছ। মাছটি বরগুনা বাজারে ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলের জালে ধরা পড়েছে মাছটি। পরে মাছটি বরগুনা মাছ বাজারে স্থানীয় আড়ৎদার জাফর খোলা ডাকে একুশ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন।

বরগুনা মাছ বাজারের স্থানীয় পাইকার শাহ আলম মাছটি বিক্রির জন্য দাম চেয়েছে ২৫ হাজার টাকা। তিনি বলেন, নদীর কোরাল মাছ খেতে অনেক স্বাদ। সন্ধ্যার মধ্যেই মাছটি বিক্রি হবে বলে জানান তিনি। এ মাছ কেনার অনেক ক্রেতাই বরগুনা আছে। 

বরগুনা জেলা মৎস কর্মকর্তা মোঃ মহসিন বলেন, সম্প্রতি সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময় নদীতে কোন জেলেরা জাল ফেলতে পারেনি। এখন নদীতে পোনা সাইজের মাছ বেশি। এই মাছ খাবার জন্য রাক্ষুসে জাতের মাছ কোরাল, পাঙ্গাশ জাতীয় বড় বড় মাছ বিচরণ করছে এবং ধরাও পড়ছে।

পিএস

Wordbridge School
Link copied!