• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম বিমানবন্দরে পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ


চট্টগ্রাম ব্যুরো নভেম্বর ১২, ২০২৫, ০৪:৩৭ পিএম
চট্টগ্রাম বিমানবন্দরে পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে, আর নিয়ম মেনে ৫০০ গ্রাম স্বর্ণ যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইট অবতরণের পর এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, তল্লাশির সময় যাত্রী জেসমিন আক্তার, মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কীজা মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তারের কাছ থেকে স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী প্রত্যেক যাত্রীকে সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণ রাখার অনুমতি রয়েছে।

তল্লাশিতে জেসমিন আক্তারের কাছে পাওয়া যায় ২০০ গ্রাম স্বর্ণ, মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম, মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম, কীজা মনোয়ারা বেগমের কাছে ২৫০ গ্রাম এবং ইয়াসমিন আক্তারের কাছে ২০০ গ্রাম স্বর্ণ। সব মিলিয়ে উদ্ধার হওয়া ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ৭০০ গ্রাম জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা (প্রতি গ্রাম ৫ হাজার টাকা হিসেবে)।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!