• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাবিপ্রবিতে ৫৮ গবেষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা


পাবনা প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:০০ পিএম
পাবিপ্রবিতে ৫৮ গবেষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

ছবি : প্রতিনিধি

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড টেকনোলজি ট্রান্সফার সেল কর্তৃক গবেষণার জন্য মনোনীত ৫৮ জন শিক্ষককে নিয়ে ‘ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট রুলস পিপিআর-২০২৫’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে ভার্চুয়াল ক্লাস রুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন নেসকো রাজশাহীর প্রকিউরমেন্ট শাখার নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান আমিন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‌`বিশ্ববিদ্যালয়ের পূর্ণতা হলো গবেষণা। বিশ্ববিদ্যালয় দাঁড়ায় গবেষণার উপর ভিত্তি করে। গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আসল কাজ ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্যে বর্তমান প্রশাসন দায়িত্ব নিয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার জন্য পাঁচটি গবেষণা সেল গঠন করেছে। রিসার্চ এন্ড টেকনোলজি ট্রান্সফার সেল এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ৫৮ জন শিক্ষককে প্রথমবারের মতো গবেষণার জন্য মনোনীত করা হয়েছে।'

তিনি আরো বলেন, 'আমাদের সম্পদ সীমিত। ভবিষ্যতে গবেষকের সংখ্যা ও অর্থের পরিমাণ আরও বাড়বে। ফলে  বিশ্ববিদ্যালয় গবেষণার আদর্শ পরিবেশ সৃষ্টি হবে। গবেষণা শেষে জার্নাল প্রকাশিত হবে। যোগ্যতার ভিত্তিতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা সারাবিশ্বে গবেষক হিসেবে দেশ ও জাতির জন্য কাজ করবেন।'

রিসার্চ এন্ড টেকনোলজি ট্রান্সফার সেলের অতিরিক্ত পরিচালক ড. মো. তৌকির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক ড. মো. লোকমান আলী।

পিএস

Wordbridge School
Link copied!