• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০১৬, ১১:৫৬ এএম
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে আজ সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

জেলার মাটিরাঙায় মোটরসাইকেল চালককে অপহরণের পর হত্যা ও পানছড়িতে চাঁদার জন্য অপহৃত সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদার সাইফুউদ্দিন শাহীন গাজী ও ম্যানেজার রহুল আমীনকে উদ্ধারের দাবিতে সংগঠনটি এ সড়ক অবরোধের ডাক দেয়।

অবরোধের কারণে জেলায় দূর-পাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহল চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের সমর্থনে সকাল থেকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মী বিভিন্ন পয়েন্টে অবস্থায় নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙায় মেটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্ত নিখোঁজ হন। চারদিন পর গত রোববার খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণা এলাকা থেকে তার গলা কাট লাশ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে, গত ১৪ ফ্রেরুয়ারি খাগড়াছড়ি জেলার পানছড়ির তাল তলা এলাকা থেকে সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদার সাইফুউদ্দিন শাহীন গাজী ও ম্যানেজার রহুল আমীনকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে এবং পরে ৫০ লাখ টাকা মুক্তিপন দাবি করে।

খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী জানান, আজিজুল হাকিম শান্ত হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপহৃত দুই ঠিকাদারকে উদ্ধারে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!