• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা না সরালে কঠোর ব্যব


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০১৬, ০৭:১১ পিএম
‘ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা না সরালে কঠোর ব্যব

সোনালীনিউজ ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৫ মার্চের মধ্যে রাজধানীর ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা না সরিয়ে নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আজ শনিবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথারিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

পরিবহণে যাত্রীদের ভোগান্তি দূর করতেই এ অভিযান এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে যারা অবৈধ স্থাপনা না সরাবে ১৫ মার্চের পর থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে যাত্রীরা বলছেন, অভিযান অব্যাহত না করলে যাত্রী ভোগান্তি দূর করা সম্ভব না।

এ সময় গাড়ি ও চালকদের বৈধ কাগজপত্র না থাকা এবং যাত্রীদের কাছ  থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫টি গাড়িকে ডাম্পিং, বিভিন্ন মেয়াদে জরিমানা ও মামলা করা হয়েছে বলে জানায় ভ্রাম্যমান আদালত।


সোনালীনিউজ/ঢাকা/মে

Wordbridge School
Link copied!