• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুলিশের হস্তক্ষেপে তালা খুলেছে সেই মাদরাসার


ময়মনসিংহ প্রতিনিধি জুন ১১, ২০১৯, ০৪:৪০ পিএম
পুলিশের হস্তক্ষেপে তালা খুলেছে সেই মাদরাসার

ময়মনসিংহ: আন্তকলহের জেরধরে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের তালাবদ্ধ করা মাদরাসা "মাদ্রাসায়ে আবু বকর মোমেনশাহী" কোতুয়ালী মডেল থানা পুলিশের হস্তক্ষেপে অবশেষে খুলে দেয়া হয়েছে।

সোমবার (১০ জুন) রাতে থানায় দুপক্ষের সঙ্গে কথা বলে আপোষ মিমাংশায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোতোয়ালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন এর নির্দেশনায় ওসি (তদন্ত) খন্দকার শাকের আহমেদ ও তদন্তকারী এস.আই মাহবুব অর রশিদ এর সার্বিক দায়িত্বশীলতায় এটি সম্ভব হয়েছে।

জানা যায়, গত ৩ জুন মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান একক সিদ্ধান্তে তালাবদ্ধ করেন মাদরাসাটি। এ বিষয়ে প্রিন্সিপাল আনোয়ার হোসেন বাদি হয়ে থানায় অভিযোগের প্রেক্ষিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মাহবুব দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে থানায় আসার নির্দেশ প্রদান করেন।

পরে সোমবার (১০ জুন) রাতে ওসি (তদন্ত) খন্দকার শাকের আহমেদসহ পুলিশ কর্মকর্তারা প্রায় ৩ ঘন্টাব্যাপী মাদরাসা কমিটি ও প্রিন্সিপালসহ এলাকার মুরব্বিদের সকল অভিযোগ শুনেন। অবশেষে মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ সকলের স্বাক্ষরে ভবিষ্যতে কোনোরূপ অচলাবস্থা তৈরি ছাড়াই প্রতিষ্ঠানটির সচল রাখার অঙ্গীকারমূলে বিষয়টি সমাধান হয়।

পরে সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (১১ জুন) থেকে মাদ্রাসার তালা খুলে শিশু শিক্ষার্থীদের শিক্ষাদান কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় জনমনে ব্যাপক প্রশংসা পেয়েছে কোতোয়ালী থানা পুলিশের ভূমিকা। আইনের শাসনই নয় সামাজিকতাও পুলিশিং ভূমিকা রাখা যায় তা আবারও প্রমাণ করেছেন ওসি (তদন্ত) শাকের।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!