• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবসরে যাচ্ছেন বিচারপতি সৌমেন্দ্র সরকার


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ২৯, ২০২০, ০২:৫৩ পিএম
অবসরে যাচ্ছেন বিচারপতি সৌমেন্দ্র সরকার

ঢাকা: অবসরে যাচ্ছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার। তাঁর শেষ কর্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় বিদায় সংবর্ধনা দেবে।

বিচারপতি সৌমেন্দ্র সরকার ১৯৫৩ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন। সংবিধান অনুসারে ৬৭ বছর পূর্ণ হওয়ায় ৩০ অক্টোবর তিনি অবসরে যাবেন। কিন্তু ওই দিন সাপ্তাহিক ছুটি থাকায় আজ বৃহস্পতিবার তাঁর শেষ কর্মদিবস।

বিচারপতি সৌমেন্দ্র সরকার জুরিসপ্রুডেন্সে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭৮ সালে বিচার বিভাগে মুন্সেফ হিসেবে (সহকারী জজ) যোগদান করেন। পরবর্তীকালে ১৯৯৫ সালের ২০ নভেম্বর জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান।

২০০৯ সালের ৩০ জুন অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!