• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ: রাবি প্রকৌশলীর ৭ বছরের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২০, ০৪:৫২ পিএম
ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ: রাবি প্রকৌশলীর ৭ বছরের কারাদণ্ড

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীর পর্নোগ্রাফি মামলায় এক প্রকৌশলীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহীর মুখ্য মহানগন হাকিম আদালতের বিচারক শাহ মোহাম্মাদ জাকির হাসান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত পার্থ প্রতীম ঘোষ (৩০) নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকার প্রবীর কুমারের ছেলে। তিনি ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে পাস করে ঢাকার একটি বেসরকারি  কোম্পানিতে চাকরি করতেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, ২০১৫ সালে রাবির ওই ছাত্রীর সাথে পার্থ সম্পর্ক গড়ে তুলেন। এরপর তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। সেই ছবি দেখিয়ে তিনি মেয়েটির বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় ওই ভিডিও ও ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি।

এ ঘটনায় ওই বছরের ২২ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!