• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খোকনের বিরুদ্ধে দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২১, ০১:০৫ পিএম
খোকনের বিরুদ্ধে দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলার আবেদনের বিষয়ে আদেশ ১৯ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এদিন ধার্য করেন।

এর আগে গতকাল সোমবার একই আদালতে এই মানহানি মামলার আবেদন করেন দুই ব্যক্তি। এ বিষয়ে আজ আদেশ দেয়ার কথা ছিল।

একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী সারোয়ার আলম।

গত শনিবার দুপুরে রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়র শেখ তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন।

পর দিন রোববার এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাঈদ খোকনের এ বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেন মেয়র তাপস। এরপর গতকাল সোমবার সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার কথা জানান তাপস।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!