• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রেনে নারীদের কামরা পেতে রিট


আদলত প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২১, ০৩:৪১ পিএম
ট্রেনে নারীদের কামরা পেতে রিট

ফাইল ফটো

ঢাকা: নারীরা যাতে নিরাপদে দেশের রেলগাড়িতে ভ্রমণ করতে পারেন-সেজন্য ট্রেনে তাদের জন্য আলাদা কামরা বরাদ্দের বাস্তবায়ন চেয়ে রিট করা হয়েছে। 

জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার (১৩ জানুয়ারি) এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন। 

বিষয়টি নিয়ে আইনজীবী মো. আজমল হোসেন গণমাধ্যমে জানান, রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানির জন্য রিটটি উপস্থাপন করা হবে। 

তিনি জানান, রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা। এমনকি ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথা বলা আছে আইনে। আর ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়।

আজমল হোসেন বলেন, রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারায় বর্ণিত বিধানের বাস্তবায়ন দেখা যায় না। তাই রিটটি করা হয়েছে।

রিটে রেলসচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে বলে জানান আইনজীবী আজমল হোসেন।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!