• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন এমপি জিন্নাহ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২১, ০৮:১৪ পিএম
জামিন পেলেন এমপি জিন্নাহ

ফাইল ছবি

ঢাকা : অবৈধ সম্পদ অর্জনের মামলায় জাতীয় পার্টি থেকে বগুড়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো. শরিফুল ইসলাম জিন্নাহকে জামিন দিয়েছেন আদালত। 

সোমবার (১ মার্চ) ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম এ জামিন আদেশ দেন।

এদিন আদালতে জামিনের আবেদন করেন জিন্নাহ। শুনানি শেষে আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন।

গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন তিনি। হাইকোর্ট তাকে তিন সপ্তাহের জামিন প্রদান করে মহানগর স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী আজ সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছিলেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ কমিশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত ২ ফেব্রুয়ারি মামলাটি করেন। মামলায় ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।

এর আগে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!