• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রফিকুল ইসলাম মাদানী রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২১, ০৭:০৭ পিএম
রফিকুল ইসলাম মাদানী রিমান্ডে

গাজীপুর: ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার তার সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরো বলেন, ‘রফিকুল ইসলাম মাদানীর জব্দ করা মোবাইল ফোনে আপত্তিকর ও অশ্লীল পর্নোগ্রাফি পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মাদানীর মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পান। তার বিরুদ্ধে আগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সঙ্গে পর্নোগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে। রিমান্ডে নিয়ে তাকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!