• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিকিৎসক-পুলিশের সেই বাগবিতণ্ডা গড়াল হাইকোর্টে


নিউজ ডেস্ক: এপ্রিল ১৯, ২০২১, ০২:০৮ পিএম
চিকিৎসক-পুলিশের সেই বাগবিতণ্ডা গড়াল হাইকোর্টে

ফাইল ছবি

ঢাকা: লকডাউনের মধ্যে সড়কে চিকিৎসক এবং পুলিশের বাকবিতণ্ডা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে।সোমবার (১৯ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ ওই ঘটনা নজরে আনেন।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ আদালতকে বলেন, গতকাল (রোববার-১৮ এপ্রিল) একজন চিকিৎসককে পুলিশ হয়রানি করেছেন। আমি জনস্বার্থে এই ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করছি।

তখন আদালত বলেন, পুলিশ-চিকিৎসক বাগবিতণ্ডা করেছেন। তাদেরকে আদালতে আসতে হবে। তখন বিষয়টি দেখা যাবে।

ইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ বলেন, যেহেতু বিষয়টি ডাক্তার নিজেই চ্যালেঞ্জ করেছেন। আদালতে আসতে চাইলে তিনি নিজেই আসতে পারেন।’

আরও পড়ুন<<>>লকডাউনে পুলিশের সঙ্গে নারী চিকিৎসকের আচরণ ভাইরাল!

উল্লেখ্য, রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডে সরকারি বিধিনিষেধের পঞ্চম দিনে ‘মুভমেন্ট পাস’ নিয়ে বাগবিতণ্ডায় জড়ান এক নারী চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা। তিনপক্ষের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিভিন্ন গণমাধ্যমসহ অনেককে নানা পর্যবেক্ষণ ও মন্তব্য করতে দেখা গেছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!