• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আল্লামা জুনায়েদ আল হাবিব ৪ দিনের রিমান্ডে


আদলত প্রতিবেদক মে ৪, ২০২১, ০১:৩২ পিএম
আল্লামা জুনায়েদ আল হাবিব ৪ দিনের রিমান্ডে

ফাইল ফটো

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করলে তৃতীয় দফায় চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

দুপুর ১২টার দিকে পুলিশি নিরাপত্তায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম আদালত) নেওয়া হয়েছে হেফাজতে নেতা আল্লামা জুনায়েদ আল হাবিবেকে। তার বিরুদ্ধে ৩ মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করলে দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ড দেওয়া হয়েছিল। তারও আগে প্রথম দফায় রবিবার (১৮ এপ্রিল) ২০১৩ সালের নাশকতার মামলায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

তার বিরুদ্ধে ২০১৩ সালে হেফাজতের সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!