• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘কোনো অনুশোচনা নেই, এখন আরও ভালো আছি’


নিজস্ব প্রতিবেদক জুন ২০, ২০২১, ০৭:৩৩ পিএম
‘কোনো অনুশোচনা নেই, এখন আরও ভালো আছি’

ঢাকা: রাজধানীর কদমতলীতে মা, বাবা ও বোনকে হত্যার ঘটনায় মেহজাবিন ইসলাম মুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ জুন) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কারী কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার বেলা তিনটার কিছুপর মেহজাবিনকে এজলাসে তোলা হয়। এ সময় তাকে স্বাভাবিক দেখাচ্ছিল। কথাও বলেছেন সাংবাদিকদের সঙ্গে। 

কেন খুন করলেন এমন প্রশ্নে মেহজাবিন বলেন, ‘পরকীয়া এবং পারিবারিক ঝামেলার কারণে খুন করেছি। ’এই খুনে তার সঙ্গে আর কেউ ছিল কি না- তিনি জানান, তিনি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। 

কোনো অনুশোচনা হচ্ছে না- জবাবে বরেন, ‘আমার কোনো অনুশোচনা হচ্ছে না। বরং কাল থেকে আরও ভালো আছি। সুস্থ, স্বাভাবিক আছি।’

রোববার রিমান্ড শুনানিতে আদালতে মেহজাবিনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ১৮ জুন রাত ৯টা থেকে বিভিন্ন সময়ে চা-কফি ও পানির সঙ্গে  ঘুমের ওষুধ মিশিয়ে মাসুদ রানা, তার স্ত্রী মৌসুমি ইসলাম এবং মেয়ে জান্নাতুল ইসলাম মোহনীকে খুন করা হয়। এ ঘটনায় মেহজাবিন ইসলাম মুন এবং তার স্বামী শফিকুল ইসলাম অরন্যকে আসামি করে মাসুদ রানার বড় ভাই সাখাওয়াত হোসেন কদমতলী থানায় মামলা করেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!