• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেলেনা জাহাঙ্গীর রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২১, ০৭:৩৭ পিএম
হেলেনা জাহাঙ্গীর রিমান্ডে

ঢাকা: আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ জুলাই) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত আবেদনের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতে হাজির রিমান্ড আবেদন করা হয়। 

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম।

সে সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।আজ তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!