• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবাসিক এলাকায় গ্যাস সংযোগ নিয়ে হাইকোর্টের রুল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২১, ০৬:৫৯ পিএম
আবাসিক এলাকায় গ্যাস সংযোগ নিয়ে হাইকোর্টের রুল

ঢাকা: আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দেবে না বলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০১৯ সালের ২৪ এপ্রিল জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদে বলেন, ভবিষ্যতে কোনো আবাসিক বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না। সংসদ সদস্যরা এ বিষয়টি নিয়ে বারবার প্রশ্নে করেন। আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এখন থেকে কোনো আবাসিক বাড়িতে আর কখনো গ্যাস সরবরাহ দেয়া হবে না। গ্যাস দেয়া হবে শিল্পাঞ্চলে। এই শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য পাইপলাইন স্থাপন করা হচ্ছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!