• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারেক-জোবাইদার দুর্নীতির মামলা চলবে


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২২, ০২:২২ পিএম
তারেক-জোবাইদার দুর্নীতির মামলা চলবে

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের পক্ষে করা রিট গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে দুজনের নামে দুর্নীতির মামলা চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রোববার (২৬ জুন) রিট খারিজ করে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তারেক ও জোবাইদার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল।

তারেক ও জোবাইদা পলাতক কি না এবং তাদের পক্ষে আইনজীবীরা শুনানি করতে পারবেন কি না, সে বিষয়ে রিটের রায়ের দিন ঠিক করা হয় গত ১৯ জুন। ঘোষণা অনুযায়ী রোববার রায় দেয়া হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!