• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
টিপু-প্রীতি হত্যা

রিমান্ড শেষে ৪ আসামি কারাগারে


আদালত প্রতিবেদক আগস্ট ৪, ২০২২, ১১:৪৫ এএম
রিমান্ড শেষে ৪ আসামি কারাগারে

ঢাকা : রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

আসামিরা হলেন- মাহবুবুর রহমান টিটু, জুবের আলম খান রবিন, আরিফুর রহমান সোহেল ও খায়রুল ইসলাম।

গত ৩১ জুলাই পুলিশ তাদের আদালতে হাজির করলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হত্যাকাণ্ডের মূল হোতা সুমন শিকদার মুসার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই রাজধানীর মতিঝিল এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু ২৪ মার্চ রাতে তার মাইক্রোবাসে করে তার খিলগাঁওয়ের বাসায় যাচ্ছিলেন। রাজধানীর শাহজাহানপুর এলাকায় এক মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন।

রিকশাযাত্রী সামিয়া আফরান প্রীতিও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় টিপুর চালক মুন্না হাতে গুলিবিদ্ধ হন।

পরে টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা করেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!