• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবারো জামিন পেলেন না যুবলীগ নেতা সম্রাট


আদালত প্রতিবেদক আগস্ট ১০, ২০২২, ১০:৩২ এএম
এবারো জামিন পেলেন না যুবলীগ নেতা সম্রাট

ঢাকা : জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। এর ফলে তার জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশই বহাল থাকল।

বুধবার (১০ আগস্ট) বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সম্রাটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান এই যুবলীগ নেতা। পরে গত ১৮ মে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট। সেইসাথে সাত দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।  

হাইকোর্ট বলেন, আইন মেনে জামিন দেয়নি নিম্ন আদালত। গত ২৪ মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও, তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় নিম্ন আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!