• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ


আদালত প্রতিবেদক আগস্ট ৪, ২০২৪, ১১:৩২ এএম
শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ

ঢাকা : আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের আদেশ দেওয়া হবে রোববার (৪ আগস্ট)। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চের কার্যতালিকায় ১০ নম্বরে রয়েছে আবেদনটি।

গত মঙ্গলবার (৩০ জুলাই) দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ তৃতীয় দিনের শুনানির জন্য পরদিন বুধবার ধার্য করেছিলেন। কিন্তু ওইদিন বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় ওই দিন শুনানি হয়নি।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট মানজুর আল মতিন পিতম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মো. মোরসেদ ও ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।

গত সোমবার (২৯ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন পিতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে প্রথম দিন শুনানির পর রিটের আরজি সংশোধন করতে বলেন আদালত। পরে সে অনুযায়ী রুলের আরজি সংশোধন করা হয়।

এমটিআই

 

Wordbridge School
Link copied!