• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসের সবচেয়ে বড় চালান জব্দ, গ্রেফতার ২


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২১, ১১:৫২ এএম
আইসের সবচেয়ে বড় চালান জব্দ, গ্রেফতার ২

ঢাকা : ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজি আইস বা ক্রিস্টাল মেথসহ দুইজনকে গ্রেফতার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এটি আইসের সবচেয়ে বড় চালান বলে জানা গেছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার একজন টেকনাফ ‘আইস সিন্ডিকেটের হোতা’ খোকন। তাদের কাছ থেকে গুলিসহ একটি বিদেশি অস্ত্রও পাওয়া গেছে।

শনিবার (১৬ অক্টোবর) সকালে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের হোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এটিই জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান।

এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানান হবে বলে র‌্যাবের বার্তায় জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে উদ্ধার এই মাদকের চালানের মধ্যে এটিই বড়। আইস বা ক্রিস্টাল মেথে শতভাগ এমফিটামিন থাকায় এটা বিশ্বজুড়েই ভয়ঙ্কর মাদক হিসেবে চিহ্নিত। দেশে কয়েক বছর ধরে এই মাদক ধরা পড়ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!