• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১০ মাসে সারাদেশে ৬৪৩ ধর্ষণ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২২, ০৮:২১ পিএম
১০ মাসে সারাদেশে ৬৪৩ ধর্ষণ

ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারাদেশে ৬৪৩ জন ধর্ষণ এবং ২০৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানায়।

সংগঠনটির এক গবেষণা জরিপে বলা হয়, দশ মাসে তিন হাজার ৬৭ জন নারী ও কন্যা শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৬৪৩ জন নারী ধর্ষণ এবং ২০৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ৩০ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর ৮ জন আত্মহত্যা করেছেন।

এ ছাড়া ১২৮ জনকে ধর্ষণের চেষ্টা, ৩৩ জনকে শ্লীলতাহানি, ১১০ জনকে যৌন নিপীড়ন করা হয়েছে। উত্ত্যক্ত করা হয়েছে ১০৪ জনকে। এর মধ্যে ৭ জন উক্ত্যক্ত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

সংগঠনটি আরও জানায়, যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৮৮ জন, যৌতুকের কারণে হত্যার শিকার ৬৩ জন। একইসঙ্গে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৮৮ নারী। আর পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ২০ নারী।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!