• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ২২, ২০২৫, ০৯:৪৭ পিএম
আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকা: নারায়ণগঞ্জ থেকে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- আ. মান্নান মুন্সি, আনোয়ার হোসেন ওরফে ফজো বেপারী, মো. জাহাঙ্গীর, জলিল বেপারী ওরফে জইলা ও দলিল উদ্দিন ওরফে ধলু। এদের মধ্যে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নৌপুলিশের দাবি, গ্রেপ্তারদের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসের শেষের দিকে ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাটের দক্ষিণে ধলেশ্বরী নদীতে নোঙর করা ছিল এমবি সিক্স সিস্টার-২ নামের একটি জাহাজ। ৩১ ডিসেম্বর রাতে ৫ থেকে ৬ জন ডাকাত  জাহাজটি উঠে। অস্ত্রধারী ডাকাতরা জাহাজের স্টাফদের ভয়ভীতি দেখিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে আটেক রাখে। পরে সেখানে জাহাজের স্টাফ মিলন মোল্লা ও হোসেন শেখকে জখম করে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, নগদ সাত হাজার টাকা, একটি কম্বল ও জাহাজের ভেতরের থাকা দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

ওই ঘটনার জেরে থানায় মামলা করেন ভুক্তভোগীরা। পরে মামলাটির দায়িত্ব আসে নৌপুলিশের কাছে। তদন্ত করে ডাকাতদের ধরতে অভিযান চালায় নৌপুলিশ। পরে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আইএ

Wordbridge School
Link copied!