• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর ফাঁকি দিচ্ছেন সরকারি চাকরিজীবীরা


নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০১৬, ০৭:৫৩ পিএম
কর ফাঁকি দিচ্ছেন সরকারি চাকরিজীবীরা

করযোগ্য আয়সীমার মধ্যে পড়লেও অধিকাংশ সরকারি চাকরিজীবীই আয়কর বিবরণী জমা দিচ্ছেন না। ফলে সরকারের পক্ষে তাদের সম্পদের হিসাব চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। বর্তমানে সরকারের কাছে হিসাব নেই প্রায় ২ লাখ সরকারি চাকরিজীবীর। ফলে সরকার মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

বিধান অনুযায়ী আয়কর বিবরণীতে সরকারি চাকরিজীবীদের ব্যক্তিগত সব ধরনের সম্পদের হিসাব উল্লেখ করা বাধ্যতামূলক। এমন পরিস্থিতিতে করযোগ্য সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা থেকে আয়কর আদায় নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে পত্র দেয়া হয়েছে। ওই চিঠিতে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে কর আদায় করতে হিসাবরক্ষণ কার্যালয় ও দফতরপ্রধানকে নির্দেশ দেয়া হয়েছে। এনবিআর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!