• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১ ইন্স্যুরেন্সের প্রভাবে হল্টেড ২১ কোম্পানি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২০, ০৭:৫১ পিএম
১১ ইন্স্যুরেন্সের প্রভাবে হল্টেড ২১ কোম্পানি

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে রোববার (২০ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ বীমা কোম্পানি শেয়ার দরে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। ১১ বীমা কোম্পানিসহ আজ বিক্রেতা সংকটে মোট ২১ কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। বিক্রেতা সংকটে থাকায় কোম্পানিগুলোর শেয়ার দরও হু হু করে বৃদ্ধি পাচ্ছে।

হল্টেড হওয়া ২১ কোম্পানি হলো: সিটি জেনারেশন ইন্সুরেন্স, সিএনএ টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফ্যামিলিটেক্স বিডি, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফেডারেল ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, প্রাইম ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আরএন স্পিনিং, রূপালী ইন্স্যুরেন্স, তুংহাই নিটিং, ইউনাইটেড এয়ারওয়েজ এবং জাহিনটেক্স।

ডিএসই সূত্রে জানা গেছে, সিটি জেনারেশন ইন্সুরেন্সের শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ২ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২২.২০ টাকায় লেনদেন হয়। সিএনএ টেক্সটাইলের শেয়ার দর ৭.৬৯ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪.২০ টাকায় লেনদেন হয়।কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৯ শতাংশ বা ২.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩০ টাকায় লেনদেন হয়।

ফ্যামিলিটেক্স বিডির শেয়ার দর ৯.৭৬ শতাংশ বা ০.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪.৫০ টাকায় লেনদেন হয়। ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৮.১৬ শতাংশ বা ০.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫.৩০ টাকায় লেনদেন হয়। এফএএস ফাইন্যান্সের শেয়ার দর ৯.৪১ শতাংশ বা ০.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.৩০ টাকায় লেনদেন হয়।

ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৬৪ শতাংশ বা ১.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৮.৬০ টাকায় লেনদেন হয়। জেনারেশন নেক্সটের শেয়ার দর ৯.৬২ শতাংশ বা ০.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫.৭০ টাকায় লেনদেন হয়। গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০ শতাংশ বা ২.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৮.৬০ টাকায় লেনদেন হয়।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের শেয়ার দর ৯.২১ শতাংশ বা ০.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৮.৩০ টাকায় লেনদেন হয়। কর্নফুলি ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮০ শতাংশ বা ২.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৬.৯০ টাকায় লেনদেন হয়। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৭ শতাংশ বা ২.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩২ টাকায় লেনদেন হয়।

নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯২ শতাংশ বা ৫ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৫.৪০ টাকায় লেনদেন হয়। প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৯.০৯ শতাংশ বা ০.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৭.২০ টাকায় লেনদেন হয়। প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৬৪ শতাংশ বা ২.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৭.৩০ টাকায় লেনদেন হয়।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৫ শতাংশ বা ২ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২২.৩০ টাকায় লেনদেন হয়। আরএন স্পিনিংয়ের শেয়ার দর ৮.১৬ শতাংশ বা ০.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫.৩০ টাকায় লেনদেন হয়। রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯১ শতাংশ বা ২.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৫.৫০ টাকায় লেনদেন হয়।

তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৮.৫১ শতাংশ বা ০.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫.১০ টাকায় লেনদেন হয়। ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দর ১০ শতাংশ বা ০.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২.২০ টাকায় লেনদেন হয়। এছাড়া জাহিনটেক্স ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর ৯.৭২ শতাংশ বা ০.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৭.৯০ টাকায় লেনদেন হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!