• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জ্বালানি খাতের দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ২৮, ২০২০, ০৬:৪৫ পিএম
জ্বালানি খাতের দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের দুই কোম্পানি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে। 

শাহজিবাজার পাওয়ার লিমিটেডের শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস।  খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার হোল্ডারদের জন্য ৩৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। কোম্পানি দুটি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শাহজিবাজার পাওয়ারের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

খুলনা পাওয়ারের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

সোনালীনিউজ/এলএ/টিআই

Wordbridge School
Link copied!