• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লোকসান হলেও লভ্যাংশ দেবে রিজেন্ট টেক্সটাইল মিলস


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২০, ০২:৩০ পিএম
লোকসান হলেও লভ্যাংশ দেবে রিজেন্ট টেক্সটাইল মিলস

ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত পোশাক শিল্পখাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড এর পরিচালনা পর্ষদ ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। 

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য নগদ ১ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ১ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়া হবে।  

আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৩টায় অনলাইনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩১ পয়সা কমে দাড়িয়েছে ২৮ টাকা ৪৬ পয়সা।

উল্লেখ্য, রিজেন্ট টেক্সটাইল ১৯৯৪ সালের ৩০ নভেম্বর পাবলিক লিমিডেট কোম্পানির রেজিস্ট্রেশন লাভ করে। এরপর কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটিতে পরিচালনা পর্ষদের কাছে অর্ধেকের বেশি শেয়ার রয়েছে। মোট ১২ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৭৫০টি শেয়ারের মধ্যে কোম্পানির হাতে রয়েছে ৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৪৮৬টি শেয়ার।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!