• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২৪ ডিসেম্বর ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২০, ০৫:২৮ পিএম
২৪ ডিসেম্বর ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতীহীনভাবে ই-ভোটিং পদ্ধতিতে ভোগ গ্রহণ করা হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো: আব্দুস সামাদ।

ডিএসই সূত্রে জানা যায়, নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ ডিসেম্বর। 

এছাড়া, নির্বাচন থেকে সরে আসার জন্য বৈধ প্রার্থীগণ আগামী ১৭ ডিসেম্বর তাদের মনোনয়নপত্র তুলে নিতে পারবেন। আর নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২০ ডিসেম্বর প্রকাশ করা হবে।

উল্লেখ্য, অফিসিয়ালভাবে ডিএসইর ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!