• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবগঠিত সিসিবিএল’র প্রথম এমডি হলেন ফরহাদ আহমেদ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২০, ০৭:০২ পিএম
নবগঠিত সিসিবিএল’র প্রথম এমডি হলেন ফরহাদ আহমেদ

ফরহাদ আহমেদ

ঢাকা : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহি পরিচালক ফরহাদ আহমেদ সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন৷ সিসিবিএলের আবেদনের প্রেক্ষিতে কমিশন তার নিয়োগে অনুমোদন দিয়েছে।

বিএসইসির উপপরিচালক মো. সাইফুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সিসিবিএলের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

চিঠি অনুযায়ী, ফরহাদ আহমেদকে সিসিবিএলে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ৪ বছরের জন্য নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ফরহাদ আহমেদ পদাধিকার বলে পর্ষদে প্রতিনিধিত্ব করবেন।

এর আগে গত ২ জুলাই সিসিবিএলের প্রথম পরিচালনা পর্ষদের সভায় বিএসইসির সাবেক কমিশনার আব্দুস সালাম সিকদারকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বিএসইসি সর্বশেষ গত ১৭ জুন সিসিবিএলে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। আর ১৫ কার্যদিবসের মধ্যে প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠানের জন্যে সিসিবিএলকে চিঠি প্রদান করে। ১৪ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ পরিচালনা পর্ষদের ১১ সদস্য নিয়ে প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। বাকি ৩ জনের মধ্যে ২ জন শেয়ার ধারক পরিচালকের ১ জন ঢাকা স্টক একচেঞ্জ থেকে ও ১ জন কৌশলগত বিনিয়োগকারী থেকে নিয়োগ দেয়া হবে। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!