• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২০, ১১:০৬ এএম
সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে

ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের ব্যাপক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন সকাল ১১টা পর্যন্ত সূচকের পাশাপাশি কমেছে বেশরভাগ কোম্পানির শেয়ার দর ও ইউনিট।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ১১টা পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯০৫ পয়েন্টে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ৫৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮১টির। 

এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৬ কোটি ১৯ লাখ ৪৩ হাজার টাকা। এর আগের কার্যদিবস সোমবার একই সময়ে লেনদেন হয়েছিলো ২৩৫ কোটি ৫১ লাখ ৯২ হাজার টাকা।

সোনালীনউজ/এমএইচ

Wordbridge School
Link copied!