• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হলেন তৌফিকা করিম


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০২০, ০৬:৪৫ পিএম
সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হলেন তৌফিকা করিম

ঢাকা: সদ্য চূড়ান্ত লাইসেন্সপ্রাপ্ত সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিকা করিম। আইনজীবী তৌফিকা করিম এর আগে সিটিজেন ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। 

রোববার (১৩ ডিসেম্বর) সিটিজেন ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

২৬ বছর ধরে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত তৌফিকা করিম স্বনামধন্য ল’চেম্বার ‘সিরাজুল হক এসোসিয়েটস’ এর সিনিয়র পার্টনার। অসহায় কারাবন্দী ও মানুষের মধ্যে বিনামূল্যে আইন সহায়তা কার্যক্রম পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০০৯ সালে তৌফিকা করিম বেসরকারী সংস্থা ‘লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি)’-এর যাত্রা শুরু করেন। তিনি সংস্থাটির ফাউন্ডার চেয়ারম্যান। সরকারের পাশাপাশি বিনামূল্যে আইন সহায়তা কার্যক্রমকে দেশব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার তৌফিকা করিমের নেতৃত্বে পরিচালিত সংস্থা এলএএইচপিকে ‘সেরা দেশীয় বেসরকারী সংস্থা’ হিসেবে মনোনয়ন দিয়েছে।

সুনামের সঙ্গে আইন পেশার চর্চা, অসহায় কারাবন্দি তথা নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় একনিষ্ঠতা এবং ব্যক্তি জীবনে পরিচ্ছন্ন ইমেজের অধিকারী হবার কারণে গত বছরের ২২ সেপ্টেম্বর তৌফিকা করিমকে মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!