• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজও লেনদেনের শীর্ষে রবি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০২১, ০৩:২১ পিএম
আজও লেনদেনের শীর্ষে রবি

ফাইল ফটো

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও কোম্পাটি লেনদেনের শীর্ষে ছিলো।

আরো পড়ুন : কখন প্রকাশ হবে এইচএসসি’র ফল জানালেন শিক্ষামন্ত্রী

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির ১৪৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ৩১ হাজার ২৫৫ বারে কোম্পানিটির ২ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ১৭২টি শেয়ার লেনদেন হয়।

মঙ্গলবার লেনদেনে শীর্ষ অবস্থানে উঠে আসলেও কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ১ দশমিক ৮৮ শতাংশ। গত কার্যদিবস সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৫৮ টাকা ৫০ পয়সা। সেখান থেকে আজ মঙ্গলবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৪০ পয়সায়।

এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার কোম্পানিটি ২৮১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে উঠেছিলো। ওইদিন ৪৪ হাজার ১৮৩ বারে কোম্পানিটির ৩ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৬২৩টি শেয়ার লেনদেন হয়।

ডিএসই ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

মঙ্গলবার লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, তৃতীয় স্থানে সামিট পাওয়ার, চতুর্থ স্থানে বেক্সিমকো ফার্মা, পঞ্চম স্থানে লংকাবাংলা ফাইন্যান্স, ষষ্ঠ স্থানে সিটি ব্যাংক, সপ্তম স্থানে ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক, অষ্টম স্থানে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড (এলএইচবিএল), নবম স্থানে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) এবং দশম স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!